পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ এপ্রিল, ২০২৫ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭৩.৬৫ টাকা যা ২০২২ সালে আয় ছিল ১৩৯.৫০ টাকা, ২০২১ সালে ছিল ১৭১.০৩ টাকা, ২০২০ সালে ছিল ১৫৬.৩৮ টাকা ও ২০১৯ সালে ছিল ১৩১.০৬ টাকা।
কোম্পানির ২০২৩ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২৫২.৬৯ টাকা যা ২০২২ সালে ছিল ১৭৬.৮০ টাকা, ২০২১ সালে ছিল ২০০.৬৫ টাকা, ২০২০ সালে ছিল ১৭০.৯৫ টাকা ও ২০১৯ সালে ছিল ১৪২.৬৪ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ৯৮০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৬৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ১৪০০ নগদ ও ২০১৯ সালে ১২৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।