ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টাকালে দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত স্বামী-স্ত্রী দু’জন একসাথে ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করার পাশাপাশি সড়ক পথে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।