কর্পোরেট ডেস্ক: ঈদের আনন্দে এক নতুন মাত্রা যোগ করতে ২৪ মার্চ থেকে শুরু হলো ঢাকা ব্যাংক প্রেজেন্টস “দ্য চাঁদ বাজার সিজন ২” পাওয়ার্ড বাই সিংগার/বেকো। চার দিনব্যাপী শপিং ও বিনোদনের মেলা চলবে ২৪ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত। আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্ট দুপুর ২ টা থেকে শুরু হয়ে শেষ হবে ভোররাত ৪ টায়
এখানে দর্শকরা ঈদ উপলক্ষে শপিং করতে পারবেন, সুস্বাদু দেশ বিদেশের কুইজিনের খাবার উপভোগ করতে পারবেন, এবং বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানায়, মেলা প্রাঙ্গণে থাকছে পরিচিত অথবা সুখ্যাত সব ব্র্যান্ডের ঈদ পোশাক, গয়না, এবং হোম ডেকোর ছাড়াও ঈদ কেনাকাটার বিভিন্ন ধরনের পণ্যের স্টল।এছাড়া থাকছে পারফরমেন্স জোন যেখানে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরিছাড়াও, ফায়ার শো এর মত রোমাঞ্চকর সব আয়োজন উপভোগ করার সুযোগ থাকছে। ইফতার থেকে সেহরি পর্যন্ত মেলার ফুড জোনে বিভিন্ন ধরনের খাবার থাকছে, যেখানে পুরো পরিবার অথবা বন্ধুদের নিয়ে আড্ডার আর খাবার খাওয়ার ব্যবস্থাও থাকবে
।মেহেদি জোনে পেশাদার মেহেদি শিল্পীরা দর্শকদের জন্য সুন্দর সব ডিজাইন করতে প্রস্তুত। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপেরও আয়োজন রয়েছে যেখানে বেকিং, অরিগামি, হেলদি লাইফস্টাইল ছাড়াও বিভিন্ন বিষয়ে দক্ষ প্রশিক্ষকদের থেকে দর্শকরা অনেক নতুন কিছু শিখে নিতে পারবেন।চাঁদ বাজার সিজন ২ তে হতে যাচ্ছে ঈদ শপিং, বিনোদন, এবং সংস্কৃতির মেলবন্ধন, যা ঈদকে আরও আনন্দময় করে তুলবে।