পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির নাম ‘অগ্নি সিস্টেমস লিমিটেড’-এর পরিবর্তে ‘অগ্নি সিস্টেমস পিএলসি’ হবে। আগামী ২৭ মার্চ থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা যা ২০২৩ সালে ছিল ১.১৩ টাকা, ২০২২ সালে ছিল ১.০১ টাকা, ২০২১ সালে ছিল .৭৭ টাকা ও ২০১৯ সালে ছিল .৩১ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৬.৬২ টাকা যা ২০২৩ সালে ছিল ১৫.৯৫ টাকা, ২০২২ সালে ছিল ১৫.২৭ টাকা, ২০২১ সালে ছিল ১৪.৬২ টাকা ও ২০২০ সালে ছিল ১৪.০৫ টাকা