পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৪ কোটি ৯২ লক্ষ ৮৫ হাজার ৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৪ কোটি ২৬ লাখ ১১ হাজার ২১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.৫৩ পয়েন্ট বেড়ে ৫১৯৬.৮৯ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৩৩ পয়েন্ট বেড়ে ১৯১১.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৫৬ পয়েন্ট বেড়ে ১১৬৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ২০ ইয়ার বিজিটিবি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, বিএসসি, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারী, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও কেডিএস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নাভান ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, বীচ হ্যাচারী, এইচ আর টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এস আলম কোল্ডরোল, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., শাইনপুকুর সিরামিক্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি, গোল্ডেন হারভেস্ট, ক্রাউন সিমেন্ট, ইবিএল ফার্স্ট মি. ফা. ও নর্দার্ন জুট।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৩৪৫৯৪৬৬৯৫১৭.০০।