সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো.সোহরাব হোসেন, সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো.মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর, কোষাধ্যক্ষ ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি মো.ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান, সহযোগী সদস্য ও দৈনিক আজকের কাগজ প্রতিনিধি মো.রিপন মিয়াসহ দৈনিক দিনকাল প্রতিনিধি ইঞ্জি.রিয়াজুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদসদের মৃত্যুতে শোক প্রকাশসহ তাদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন, আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসার ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।