পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ মার্চ) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৬ কোটি ২৮ লক্ষ ৭৩ হাজার ৬৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৮.৩৪ পয়েন্ট কমে ৫১৮৩.৩৬ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৫ পয়েন্ট বেড়ে ১৮৯৬.২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট বেড়ে ১১৫৮.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, স্কয়ার ফার্মা, বিএসসি, কেডিএস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মাইডাস ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., ক্রাউন্ট সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মি. ফা., সিভিও ফার্মা, ডিজিআইসি ও নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইবিএল ফার্স্ট মি. ফা., পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., খুলনা প্রিন্টিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, সামিট পাওয়ার, আল-হাজ¦ টেক্সটাইল, বিডি ফাইন্যান্স ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৯৯৩২৭৮৮৬৭১২.০০।