কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) গত ১৯ মার্চ সিএমএ ভবনস্থ অডিটোরিয়াম, আগ্রাবাদ, চট্টগ্রামে জানুয়ারি-জুন ২০২৫ সেশনে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।
অনুষ্ঠানে আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ প্রধান অতিথি এবং ভাইস-প্রেসিডেন্ট মো: কাওসার আলম এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান এফসিএ, এফসিএমএ অনুষ্ঠিানটি উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্যে ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করেন এবং সিএমএ পেশার গুরুত্ব নিয়ে আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শিক্ষার্থীদেরকে পেশাদার হিসাববিদ হওয়ার যাত্রায় সুখ্যাতি অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে উৎসাহিত করেন এবং আজকের বিশ্বায়িত বিশ্বে তিনি জ্ঞান এবং দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ক্রমাগত জ্ঞান অর্জন এবং নৈতিকতার অনুশীলন করতে অনুপ্রাণিত করেন।
আইসিএমএবি-র ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন এবং সফল ক্যারিয়ার গঠনে তিনি সততা, নিষ্ঠা, অধ্যবসায় এবং নৈতিক পেশাদারিত্বের ওপর জোর প্রদান করেন।
সিবিসির কাউন্সিল সদস্য মো. তৌহিদুল ইসলাম রাহাত এসিএমএ, এসিসিএ, এসিএস, অনুষ্ঠানের প্রারম্ভে আইসিএমএবি কোর্স কারিকুলামের উপর একটি আকর্ষণীয় প্রবন্ধ উপস্থাপন করেন যেখানে তিনি শিক্ষার্থীদের জন্য কার্যকরী অধ্যয়ন কৌশল পদ্ধতির ওপর গাইডলাইন প্রদান করেন।
সিবিসির সেক্রেটারি নাজমুল ইসলাম এসিএমএ অত্যন্ত প্রাণবন্তভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, এবং সিবিসির ভাইস চেয়ারম্যান ওয়াহিদ উল্লাহ এফসিএমএ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।