December 17, 2025 - 11:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশিশুর লাশ নিয়ে সড়কে জনতার ঢল, বনবিভাগ-প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে কর্ণফুলী

শিশুর লাশ নিয়ে সড়কে জনতার ঢল, বনবিভাগ-প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে কর্ণফুলী

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে দুই মাসের শিশু আরমান জাওয়াদের মৃত্যু ঘিরে বিক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। শনিবার ভোর ৬টা থেকে নিহত শিশুটির লাশ নিয়ে দৌলতপুর স্কুল এলাকার পিএবি সড়ক অবরোধ করে তারা ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ করেন। এতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকার শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, বারবার হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা জানান, যতক্ষণ পর্যন্ত বন বিভাগ, প্রশাসন ও কেইপিজেড কর্তৃপক্ষ হাতির আক্রমণ প্রতিরোধে স্থায়ী সমাধানের নিশ্চয়তা না দেবে, ততক্ষণ তারা রাস্তা ছাড়বেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া মো. ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা বারবার মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছি, অথচ বন বিভাগ কিংবা প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই। একের পর এক প্রাণহানি ঘটলেও তারা নির্বিকার। তাই আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। স্থায়ী সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। কর্ণফুলী উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

বিক্ষোভস্থলে সকাল ৮টা ২ মিনিটে জামতলা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল গফুর এবং ৮টা ২০ মিনিটে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম পাটোয়ারী উপস্থিত হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি। কেইপিজেডের এজিএম মুশফিকুর রহিমের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় বন্য হাতির হামলায় দুই মাসের শিশু আরমান জাওয়াদ নিহত হয়। এ সময় তার মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির বাবা মোহাম্মদ ইব্রাহীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ঘুমন্ত শিশুকে হাতি মেরে ফেলল, তার মা মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা আর কত প্রাণ দিলে এই সমস্যা সমাধান হবে?’

স্থানীয়রা জানান, হাতির আক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....