March 22, 2025 - 10:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচায়ের কুঁড়ি উত্তোলনে মাতুয়ারা চা শ্রমিকরা

চায়ের কুঁড়ি উত্তোলনে মাতুয়ারা চা শ্রমিকরা

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন চা বাগানে মৌসুমের প্রথম চা পাতা কুঁড়ি চয়ন শুরু হয়েছে। এতে খুশিতে মাতুয়ারা চা বাগান মালিক ও শ্রমিকসহ চা সংশ্লিষ্টরা। ইতিমধ্যে দু’তিনটি বাগানে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু হলেও কয়েকদিনের মধ্যেই সবকটি চা-বাগানে পুরোদমে চা পাতা চয়ন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশে চায়ের কথা স্মরণ হলেই প্রথমে মৌলভীবাজারের কথা মনে পড়বে। দেশে সবচেয়ে বেশী চা বাগান রয়েছে এ জেলায়। আর জেলার বড়লেখায় রয়েছে প্রায় ১৬ টি চা বাগান। বর্তমানে এখানকার চা বাগান জুড়ে কচি বা কুঁড়ি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহে রোমাঞ্চকর পরিবেশ। সেই সতেজ আর স্নিগ্ধ রূপ নিয়ে দু’টি পাতা একটি কুঁড়ির এখন বাগানে বাগানে মাথা তুলে ঠাঁয় দাঁড়িয়ে।

বুধবার (১৯শে মার্চ) দুপুরে উপজেলার নিউ সমনবাগ ও পাথারিয়া চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা পাতার কুঁড়ি চয়ন শুরু হয়।

দেখা যায়, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৬ টি চা বাগানের মধ্যে বৃহৎ দুটি চা বাগান নিউ সমনবাগ ও পাথরিয়া চা বাগানে নতুন চা পাতা চয়নে আনন্দে আত্মহারা চা শ্রমিকরা। কয়েকটি চা বাগানে দেখা যায় সেই কুঁড়িদের দিক দিগন্তবিস্তৃত। ঘনসবুজ পাতাগুলো গভীর সৌন্দর্যে রাঙা হয়ে আছে। চা বাগানে এখন সবুজে জেগে উঠেছে। দেখে মনে হয় যেনো সবুজ রঙে রাঙিয়ে প্রলেপ বিছানো হয়েছে।

চা বাগানগুলোতে শুরু হয়েছে চা উত্তোলন ও (ট্রিপিং) চা গাছে প্রনিং করার ফলে তিন থেকে চার মাস বন্ধ ছিল চা উত্তোলন। চা গাছে প্রনিং শেষে আবার নতুন কুড়ি এসেছে চা গাছে। এতে চা বাগান নতুনরূপে সজ্জিত হয়ে সাজিয়ে উঠেছে।

এর আগে পূজা আর্চনা ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চা পাতা উত্তোলনের উদ্বোধন করেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক রাজ নারায়ণ পাল, চা ফ্যাক্টরির ব্যবস্থাপক এমদাদুল হক ও চা শ্রমিকসহ মসজিদের ইমাম ও পুরোহিত।

গেলো কয়েকদিন আগে বৃষ্টির দখলে পড়ে স্বস্তি ফিরে পায় চা গাছগুলো। সেই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় উর্বর হয় প্রকৃতি। সেই উর্বরতার দিগন্তবিস্তৃত উজ্জ্বল উদাহরণ হয়ে হাসতে থাকে দু’টি পাতা একটি কুঁড়ির দল। চা বাগানের পথ ধরে এগোলোই এখন চোখে পড়ে ঘনসবুজের ছড়াছড়ি। পাহাড়ি টিলার ধুসর মাটির বুক থেকে সেই সবুজেরা যেন আজ সদলবলে প্রস্ফুটিত।

নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মো. শাহিদ নেওয়াজ বলেন, এবার মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টিপাত হওয়ায় এবং চা গাছে নতুন কুঁড়ি চলে আসায় বেশ কিছু বাগানে ট্রিপিং শুরু হয়ে গেছে। সাধারণত ডিসেম্বরের শেষ দিকে চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এসময় দুই থেকে তিন মাস চা ফ্যাক্টরি বন্ধ থাকে। মার্চ-এপ্রিলে বৃষ্টি হলে আবার চা শিল্পে আসে প্রাণচাঞ্চল্য। অনুকূল আবহাওয়া থাকলে এবং শ্রমিকদের আন্তরিকতায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রা চা উৎপাদন সম্ভব হবে। আমাদের বাগানে সব সময়’ই কোয়ালিটি চা উৎপাদন করে থাকি। এবছরও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।

পাথারিয়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোনান বলেন, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেকে গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে অধীর আগ্রহে এবং পরম আনন্দে চায়ের কচি পাতা দু-হাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা যদিও বৃষ্টির কারণে এবার নতুন পাতা উত্তোলন কিছুটা দেরি হলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটবে না। কারণ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু কিছু সেকশনে সেচ দেওয়া হচ্ছে। আশাকরি কয়েক দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে, তখন সবুজে সবুজে ভরে যাবে চা বাগানের সবুজ কুঁড়ি।

চা বাগানের অজিত দাস বলেন, প্রায় দু’মাস আগে কাটা হয়েছে গাছগুলো। কয়েকদিন আগের বৃষ্টি পেয়ে এখন চা গাছগুলোতে নতুন কুঁড়ি ছাড়তে শুরু করেছে। যে চা গাছের কুঁড়িগুলো অন্যগুলোর থেকে বেশি বড় হয়ে গেছে সেগুলোকে ইতোমধ্যে তোলা হয়ে গেছে বলে জানান তিনি।

জানা যায়, চা বাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি বছর ডিসেম্বর মাসে চা গাছগুলোর মাথা নির্দিষ্ট মাপ অনুসারে ছেঁটে ফেলা হয়। এ সময় বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। তবে চা গাছের পরিচর্যায় ব্যস্থ থাকেন শ্রমিকরা। টানা তিন মাস ধরে অপেক্ষা শেষে চা পাতা উত্তোলন শুরু করা হয় সাধারনত মার্চ মার্সের শুরু থেকে। এবার বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে পাতা চয়ন করতে। তবে অনেক বাগানে সেচের মাধ্যমে চা গাছে নতুন কুঁড়ি গজিয়েছে। এতে অনেক চা বাগানে এখন চোখ জুড়ানো সবুজ আর সবুজ কচি পাতার হাতছানি। তবে বৃষ্টিপাতের পর বদলে যাবে চা বাগানের পরিবেশ ও প্রকৃতি। তৃপ্তির হাঁসি ফুটবে নিজস্ব সাজে চা সহ চা শ্রমিকদের চোঁখে মুখে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এমডি নিচ্ছেন মাসে ৫ লাখের অধিক, কোম্পানি ডিভিডেন্ট দিতে পারে না! পর্ব-২

মাহিদুল ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা অন্যান্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি হারে বেতন নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, কোম্পানির এমডির বেতন...

শিশুর লাশ নিয়ে সড়কে জনতার ঢল, বনবিভাগ-প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে কর্ণফুলী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে দুই মাসের শিশু আরমান জাওয়াদের মৃত্যু ঘিরে বিক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। শনিবার ভোর ৬টা থেকে নিহত শিশুটির লাশ...

মৃত্যুর ১৪ দিন পর প্রবাসীর মরদেহ নিজ গ্রামে দাফন

বেনাপোল প্রতিনিধি : গ্রিস প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৪৫) কফিনবন্দি লাশ ১৪ দিন পর দেশে পৌঁছেছে। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা...

আর্থিক সাক্ষরতা সপ্তাহ-২০২৫ পালন করলো এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তির লক্ষ্যে “Think before you follow, wise money tomorrow” প্রতিপাদ্য নিয়ে আর্থিক সাক্ষরতা...

অনলাইন নিউজ পোর্টালে ‘সংবাদ বুলেটিন সম্প্রচার’ ও ‘সরকারি বিজ্ঞাপন’ দেয়ার সুপারিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করা যাবে না; এমন নিষেধাজ্ঞা বাতিলসহ সাত দফা সুপারিশ করেছে গণমাধ্যম...

রামাদ্বানের শেষ দশ দিনের আমল, তাৎপর্য ও বিধান!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। হযরত মোহাম্মদ (সঃ) রমজান মাসের শেষ দশ দিন যে ভাবে কাঠাতেন। পবিত্র মাহে রমজান। এ মাস হলো মুসলিমদের সৌভাগ্যের মাস।...

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস

কর্পোরেট ডেস্ক: প্রযুক্তি-নির্ভর প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠানের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অনলাইন...

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল

অর্থ-বাণিজ্য ডেস্ক: ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে এভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার জাহাজটি চট্টগাম এসে পৌঁছেছে। শনিবার...