পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২২ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার ৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮২কোটি ৫১ লাখ ২ হাজার ৫৮৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৯৪ পয়েন্ট কমে ৫২০৭.৩৬ ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৭ পয়েন্ট কমে ১৮৮১.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৩৫ পয়েন্ট কমে ১১৫৮.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, উত্তরা ব্যাংক, ফু-ওয়াং ফুড, তৌফিকা ফুড, আলিফ ইন্ডাঃ, স্কয়ার ফার্মা, বিডি থাই, ইটিএল ও ওরিয়ন ইনফিউশন।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ব্যাংক ১ম আইসবি এএমসিএল মি. ফা., ডিবিএইচ ১ম মি. ফা., এসআলম কোল্ড, শাইনপুকুর সিরামিকস, সেলভো কেমিক্যাল, সার্প ইন্ডাঃ, ইবিএল এনআরবি মি. ফা., এমবিএল ১ম মি. ফা., ইটিএল ও এফবিএফ আইএফ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: তাল্লু স্পিনিং, সমতা লেদার, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাঃ, প্রগতি ইন্সুঃ, খুলনা প্রিন্টিং, স্টাইলক্র্যাফট ও মাগুরা মাল্টিপ্ল্যাক্স পিএলসি.।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৩৪৫২৮১৩২৮৮০.২০।