December 20, 2025 - 2:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। তালিকা তৈরি করে ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি)। সদস্যদের। সেই সুযোগে ৪নং শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলী সুবিধাভোগীদের কার্ড জিম্মি করে। কার্ডের জন্য প্রত্যেক ব্যক্তির নিকট থেকে ৫শ’ থেকে ১ হাজার টাকা অর্থ আদায় করছেন বলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে।

ভুক্তভোগী শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সারটিয়া গ্রামের ইউসুফ আলী বলেন, আমার স্ত্রীর নিকট থেকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে ৬ হাজার টাকা নেন। তিনি আরো বলেন, সারটিয়া, রাজাখার চর, বড়হামকুড়িয়া গ্রামের বেশকিছু লোকের নিকট থেকে মাতৃত্বকালীন ভাতা জন্য ৪/৫ হাজার টাকা নিয়েছে।’

ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য মো. হযরত আলী তাদের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে তাদের নিকট থেকে চার হাজার আবার কারো নিকট থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। বিনিময়ে তাদের কোন কার্ড করে দেননি ওই ইউপি সদস্য।

তারা আরও জানান, শুধু তাই নয় মো. হযরত আলী একাধিক ব্যক্তির নিকট থেকে টিসিবির পন্যের কার্ড দেওয়ার সময় ৫’শ থেকে ১ হাজার টাকা নিয়ে কার্ড নেয়। মো. হযরত আলীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।’

ইউপি সদস্য মো. হযরত আলী জানান, আমার ওয়ার্ডের মোট ১৪০টি কার্ড বরাদ্দ ছিলো। আমি মাতৃত্বকালীন ভাতার কার্ড বা টিসিবি পণ্যের কার্ড বাবদ কারো নিকট থেকে কোন টাকা নেওয়া হয়নি। আমাকে একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মিথ্যা ভিডিও সামাজিক যোগাযোগ (ফেসবুকে) ছেড়ে দিয়েছে।’

এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ভুক্তভোগী কেউ এ বিষয়ে যদি অভিযোগ করে তাহলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে যদি কেই অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রামানিত হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

কপোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর)...

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

কপোরেট সংবাদ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন...

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...