নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) কর্ণেলহাট কাঁচাবাজার, আফমী প্লাজা (পাঁচলাইশ) এবং চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আফমী প্লাজায় বিশেষ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আফমী প্লাজায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
বিএসটিআই আইন, ২০১৮-এর বিভিন্ন ধারার লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় এক লক্ষ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কর্ণেলহাট কাঁচাবাজারে মূল্য তালিকা না থাকায় জরিমানা
কর্ণেলহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব।
কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ৫টি মামলায় পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
চৌধুরীপাড়া বাজারে ১২ হাজার টাকা জরিমানা
চৌধুরীপাড়া বাজারে (হালিশহর, আগ্রাবাদ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন বিধি লঙ্ঘনের কারণে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপণ্যের বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং টাস্কফোর্সের অধীনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে। এ অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।