পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৬ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ২৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৮কোটি ৩৪ লাখ ৫০হাজার ৩৪৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩.৬৭ পয়েন্ট কমে ৫২২১.৯৫ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৯৬ পয়েন্ট কমে ১৮৯৪.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৯৮ পয়েন্ট কমে ১১৬৩.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই, শাইনপুকুর সিরামিকস, আলিফ ইন্ডাঃ, তৌফিকা ফুড, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট, কাট্টালি ট্রেক্সটাইল ও বীচ হ্যাচারী।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, স্টান্ডার্ড ইন্সুঃ, গ্লোবাল ইন্সুঃ, বিপিএমএল, এসআলম কোল্ড, বেঙ্গল উইন্ডসোর, ডিজিআইসি, ইস্কয়ার নিটিং, সোনারবাংলা ইন্সুঃ ও এশিয়া ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: লিন্ডে বিডি, আলিফ ইন্ডাঃ, আরামিট সিমেন্ট, মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, এটলাস বাংলা, আইসিবি এম্পøয়ী প্রভিডেন্ড ফা-১. সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স ও এসবিএসি ব্যাংক।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৪৮৫৯০৯১৯৭৪৪.০০।