পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। আগামীকাল সোমবার (১৭ মার্চ) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ১০ কোটি টাকা মুলধন নিয়ে ১৯৮৪ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মুলধন ৬ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৬০ লাখ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে রয়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসই তথ্য মতে, গত ৫ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ৫০ শতাংশ নগদ ও ২০২০ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.০১ টাকা, ২০২২ সালে ছিল ৮.২৫ টাকা, ২০২১ সালে ছিল ৭.৬৯ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৩৬ টাকা।
কোম্পানির গত ৪ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৩৬.১০ টাকা যা ২০২৩ সালে ছিল ১৪৪.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ১৫২.২৮ টাকা, ২০২১ সালে ছিল ১৮১.৪২ টাকা ও ২০২০ সালে ছিল ১৩৭.৬৬ টাকা ।