বিনোদন ডেস্ক : আমেরিকার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি মারা গেছেন। ৫৪ বছর বয়সী এ অভিনেতার মরদেহ পাওয়া গেছে লস অ্যাঞ্জেলেসে তার বাসার বাথটাবে।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল চারটার দিকে বাড়ির বাথটাব থেকে ম্যাথিউ পেরির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনা স্থলে কোনো মাদক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা করছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হলেও বাস্তবে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথিউকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে।
নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। তার কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়।
১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান এই অভিনেতা। এ ছাড়া সানসেট স্ট্রিপে টেলিভিশন সিরিজ ‘স্টুডিও ৬০’-এ অভিনয় করার পাশাপাশি, ‘পেরি ফুলস রাশ ইন’, ‘অলমোস্ট হিরোস’, ‘দ্য হোল নাইন ইয়ার্ডস’, ‘দ্য হোল টেন ইয়ার্ডস’, ‘দ্য রন ক্লার্ক স্টোরি’ এবং ‘১৭ অ্যাগেইন’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
১৯৬৯ সালের ১৯ আগস্ট উইলিয়ামসটাউন, ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন ম্যাথু। তার মা সুজান মেরি মরিসন একজন কানাডিয়ান সাংবাদিক। যিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তার বাবা জন বেনেট পেরিও একজন আমেরিকান অভিনেতা এবং প্রাক্তন মডেল। সূত্র : সিএনএন।


