সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আশারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ই মার্চ) রাতে উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ভুক্তভোগীর অভিযোগ তার পিতা করমদী গ্রামের কাজিপাড়ার আশারুল ইসলাম তাকে গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত মধ্যে রাতে জোর পূর্বক যৌন নির্যাতন করে এবং শয়ন কক্ষে এক সপ্তাহ আটকিয়ে রাখে। পরে যৌন নির্যাতনের ঘটনা তার মাকে জানিয়ে সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়। এরপর শুক্রবার (১৪ মার্চ) গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তার বাবা আসামি আশারুলকে পুলিশ গ্রপ্তার করে।
গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)এর সংক্রান্ত। মামলা প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।