কর্পোরেট ডেস্ক: শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ৬৭৩তম পর্ষদ সভা বুধবার (৫ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ড. নাহিদ হোসেন, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), পরিচালক মোঃ এম. লতিফ ভূঞা এবং পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান ও কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবসায়িক ও কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।