November 22, 2024 - 10:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeফটো গ্যালারীতাঁর ছবি চললে রাত ৩টাতেও হাউসফুল!, যশ ভক্তদের যত পাগলামি

তাঁর ছবি চললে রাত ৩টাতেও হাউসফুল!, যশ ভক্তদের যত পাগলামি

spot_img

বিনোদন ডেস্ক : ‘কেজিএফ’ মুক্তির পর থেকেই রাতারাতি সুপারস্টার হয়েছেন কন্নড় সিনেমার এই মুহূর্তের জনপ্রিয় মুখ যশ। তবে শুধু কন্নড় সিনেমা বললে ভুল হবে। ‘কেজিএফ’-এর হাত ধরে সর্বভারতীয় স্তরে বড় তারকা হয়েছেন যশ। দেশের ঘরে ঘরে তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। প্রিয় তারকাকে ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনার নানা ছবিই ধরা পড়ে। তবে যশের ভক্তদের পাগলামির কথা জানলে হতবাক হবেন।

২০০৭ সালে কন্নড় সিনেমায় হাতেখড়ি হয় যশের। তবে প্রায় ১৯টি ছবির পর ২০১৮ সালে ‘কেজিএফ’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান যশ। এরপর ২০২২ সালে ‘কেজিএফ ২’ ছবিটি যশকে আরও খ্যাতির আলোয় আলোকিত করে।

‘কেজিএফ’-এর দৌলতে রাতারাতি যশের ভক্তসংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আর যত দিন গড়িয়েছে, তারকার সেই সব ‘জবড়া ফ্যানেদের’ পাগলামিও বেড়েছে। এমনকি, প্রিয় নায়ককে ঘিরে উন্মাদনার জেরে প্রাণও হারিয়েছেন অনেকে।

২০১৯ সালে নিজের জন্মদিন উদ্‌‌যাপন না করার কথা ঘোষণা করেছিলেন যশ। কিন্তু নায়কের সেই কথায় কর্ণপাতই করেননি তাঁর ভক্তরা। যথারীতি পছন্দের নায়কের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। জন্মদিনে প্রিয় নায়ককে এক ঝলক দেখার ইচ্ছা ছিল তাঁদের।

কিন্তু ঘড়ির কাঁটা ঘুরতে থাকলেও বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সামনে হাজিরই হননি তারকা। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ভক্তদের। নিরাপত্তাবেষ্টনী টপকে এক ভক্ত যশের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে আটকাতে যান। তার পরই ঘটে যায় সেই দুর্ঘটনা।

নিরাপত্তারক্ষী আটকাতেই যশের ওই ভক্ত গায়ে পেট্রল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যা, হাসপাতালের বেডে শুয়ে সারাক্ষণ যশের নাম করছিলেন ওই ভক্ত। সেই সঙ্গে তাঁকে দেখতে যশ যাতে একটি বারের জন্য হাসপাতালে যান, তা নিয়ে চিকিৎসকদের অনুরোধও করেন ওই ভক্ত। ভক্তের এই আকুতি শোনার পরই হাসপাতালে ছুটে গিয়েছিলেন যশ। দেখা হয় ভক্ত ও তারকার। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই ভক্তকে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

এরপরই যশ একটি ভিডিয়ো প্রকাশ করে ভক্তদের উদ্দেশে বলেন যে, যাঁরা এমন কাজ করবেন, তাঁরা তাঁর ভক্ত হতে পারেন না। কেউ যদি ভাবেন যে, এরকম কাণ্ড করে তাঁর সঙ্গে দেখা করবেন, তা হলে তা ভুল। কারণ এ ভাবে আর কারও সঙ্গেই দেখা করবেন না যশ।

নায়কের এই ভিডিয়ো বার্তা কানে তোলেননি তাঁর ভক্তরা। আর তাই ২ বছরের মাথায় যশের আরও এক ভক্তের প্রাণ ঝরে। কর্নাটকের মাণ্ড্য শহরের বাসিন্দা ২৫ বছরের রামকৃষ্ণ। যশের খুব ভক্ত ছিলেন তিনি। ২০২১ সালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সুইসাইড নোটে যশের ওই ভক্ত লেখেন যে, তিনি ‘কেজিএফ’ তারকার খুব বড় ভক্ত। তাঁর শেষকৃত্যে যেন যশ ও রাজনীতিক সিদ্দারামাইয়া যান। এটাই ছিল তাঁর শেষ ইচ্ছা।

ওই যুবকের শেষকৃত্যে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া যোগ দিলেও যাননি যশ। টুইটারে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন নায়ক। লিখেছিলেন, ভক্তরাই আমাদের জীবন, গর্ব। কিন্তু এক জন ভক্তের ভালবাসার দৃষ্টান্ত এমনটা হতে পারে না।

নায়কের ভক্ত হয়ে পাগলামি করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন যশের আরও এক অনুরাগী। ‘কেজিএফ ২’ ছবিতে ধূমপান করতে দেখা গিয়েছে যশকে। প্রিয় নায়কের সেই দৃশ্য দেখে তা অনুকরণ করার চেষ্টা করেছিলেন হায়দরাবাদের রাজেন্দ্র নগরের বাসিন্দা ১৫ বছরের এক নাবালক। নায়ককে অনুকরণ করতে গিয়ে প্রচুর ধূমপান করে সে। শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভর্তি করানো হয় হাসপাতালে।

যশের ভক্তদের পাগলামির আরও অনেক কীর্তিই প্রকাশ্যে এসেছে। ‘কেজিএফ ২’ মুক্তির সময় দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যশকে নিয়ে মেতে উঠেছিলেন তাঁর অগণিত ভক্ত। কোথাও যশের ছবিতে মালা পরানো হয়েছিল, কোথাও আবার যশের পোস্টারে দুধ ঢালা হয়েছিল। সিনেমার টিকিটের কালোবাজারিও হয়। বেঙ্গালুরুতে ছবি দেখতে গিয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যে, লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।

কর্নাটকের রাজশ্রী সিনেমা হলে ছবি প্রদর্শনের সময় যশের দুই দল ভক্তের মধ্যে গোলমাল বাধে। সেই সময় এক পক্ষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ এক ভক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়।

যশের জন্মদিন উপলক্ষে স্কুলে ছুটি দেওয়ার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন কর্নাটকের বেল্লারির একটি স্কুলের ছাত্র। সেই চিঠি ভাইরাল হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে।

নায়কের জন্মদিনে তাঁর ভক্তরা কেক নিয়ে মাতামাতি করবেন এটাই তো স্বাভাবিক। তবে যশের মতো তারকার জন্মদিনে বিশেষ কেক তৈরি করে তাক লাগিয়েছিলেন ভক্তরা। ২০২০ সালে যশের জন্মদিনে ৫ হাজার কেজির কেক বানান কয়েক জন ভক্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নজির গড়ে সেই কেক।

ওই বছরই যশের আরও এক ভক্তদল নায়কের কাট-আউট বানিয়ে নজির তৈরি করেছিলেন। ২১৬ ফুটের কাট-আউট বানানো হয়। যা এখনও বিশ্বের সবচেয়ে বড় কাট-আউট বলে দাবি করা হয়েছে। বেঙ্গালুরুর নন্দি লিঙ্ক রোডে তৈরি করা হয়েছিল এই কাট-আউট।

‘কেজিএফ ২’ মুক্তির সময় যশকে ঘিরে উন্মাদনা এতটাই ছিল যে, ভোর ৩টার সময় ওড়িশার একটি সিনেমা হলে সেই ছবি প্রদর্শিত হয়েছিল। জানলে অবাক হবেন যে, ভোর ৩টার সময়ই শো হাউসফুল হয়েছিল। ওড়িশার ইতিহাসে যা প্রথম। একই কাণ্ড ঘটেছিল গুজরাতের সুরতে। সেখানে সকাল ৬টার সময়ই শো হাউসফুল হয়েছিল।

যশের অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। আর তাঁদের পাগলামিরও এমন ভূরি ভূরি দৃষ্টান্ত রয়েছে। বহু যশ-ভক্তের হাত, বুকে নায়কের মুখাবয়বের ট্যাটু রয়েছে।

তিনি সুপারস্টার। ব্যস্ত নায়ক। তবে মাঝেমধ্যেই ভক্তদের আবদারও মেটান যশ। যেমন বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে একে একে ৭০০ ভক্তের সঙ্গে আলাদা আলাদা ছবি তুলেছিলেন যশ। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা বলেছিলেন, ‘‘যশই হল আসল তারকা।’’ সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

যৌথ প্রযোজনার সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের কাজল ?

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে ‘নাটু নাটু’র শ্যুট

চঞ্চল চৌধুরীকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...