Corporate Sangbad | Online Bangla NewsPaper
বিনোদন

যৌথ প্রযোজনার সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের কাজল ?

বিনোদন ডেস্ক : ২ যুগ পর সিনেমা নির্মাণে ফিরছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক ওয়াহিদ সাদিক, যিনি চিত্রনায়িকা শাবানার স্বামী। শোনা গেছে, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম চূড়ান্ত না হলেও এতে নায়ক হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

এ নির্মাতা ও প্রযোজক জানান, ১৯৯৭ সালের দিকে তিনি ও তার স্ত্রী শাবানা চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। প্রায় প্রতিবছরই দেশে আসলেও চলচ্চিত্রের ব্যবসা অনুকূলে না থাকায় আর নির্মাণে ফিরতে পারেন নি। বর্তমানে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় এই চলচ্চিত্র জগতকে চাঙ্গা করতেই বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টে চলচ্চিত্র নির্মাণে আবারও ফিরছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহিদ সাদিক বলেন, দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে আবার নির্মাণে আসার সিদ্ধান্ত নিয়েছি। যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি সেটি হবে পারিবারিক, অ্যাকশন ও রোমান্টিক গল্পের। এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। পরিচালনাও তিনি করবেন।

ছবির নায়িকা প্রসঙ্গে এ প্রযোজক বলেন, গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বলিউডের কাজল ও বিদ্যা বালানের কথা ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি ছবিটির নির্মাণ কাজের ব্যাপারে। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরবো।

তিনি আরও বলেন, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেবো। তিনি জানান ছবির শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী কলাকুশলীরা সমানভাবে এই ছবিতে অভিনয় করবেন।

ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে শাকিব খান জানান, সবকিছু ঠিক থাকলে অবশ্যই তিনি এই ছবিতে অভিনয় করবেন।

উল্লেখ্য, শাবানা ও ওয়াহিদ সাদিক তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এস এস প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেন ১৯৭৯ সালে। ওই বছর প্রথম ছবি নির্মাণ করেন ‘মাটির ঘর’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত আজিজুর রহমান। এরপর ছুটির ঘন্টা, আমি সেই মেয়ে, স্বামী কেন আসামীসহ স্থানীয় ও যৌথ প্রযোজনায় প্রায় দুই ডজন ছবি নির্মাণ করেন এবং সবই বাম্পার হিট ব্যবসা করে। তাদের প্রযোজিত সর্বশেষ ছবি ‘স্বামী কেন আসামী’। এটি মুক্তি পায় ১৯৯৭ সালে।

শাবানা ও ওয়াহিদ সাদিকের ছবির মাধ্যমেই ঢাকার ছবিতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা, অভিনেতা চাঙ্কি পান্ডে, কলকাতার অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিত, ঋতুপর্ণা সেনসহ অনেকে।

আরো খবর »

বাসায় ফিরলেন অগ্নিদগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

উজ্জ্বল হোসাইন

মা হলেন চিত্রনায়িকা মাহি

উজ্জ্বল হোসাইন

কত কোটি টাকার সম্পত্তির মালিক রাম চরণ!

উজ্জ্বল হোসাইন