December 17, 2025 - 8:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইপিডিসি এসএমই সামিট ২০২৫: এসএমই খাতে প্রবৃদ্ধির নতুন দিগন্ত

আইপিডিসি এসএমই সামিট ২০২৫: এসএমই খাতে প্রবৃদ্ধির নতুন দিগন্ত

spot_img

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আয়োজিত আইপিডিসি এসএমই সামিট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের সীগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএমই খাতের পেশাদাররা অংশগ্রহণ করেন। এসএমই খাতের কর্মকর্তাদের নিয়ে ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ২০২৫ সালের কৌশল নির্ধারণ এবং দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নানা বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সম্মেলনটি ২০২৪ সালের পর্যালোচনার মাধ্যমে শুরু হয়, যেখানে তৃতীয় প্রান্তিকের এসএমই ফ্লাই হাই ২০২৪ ক্যাম্পেইনের সফলতা ও আইপিডিসির এসএমই বিভাগের সামগ্রিক পারফরম্যান্স তুলে ধরা হয়। আইপিডিসির এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুর রহমান, তার পরিচালিত সেশনে বিগত বছরের চ্যালেঞ্জ, অর্জন এবং লার্নিং নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে ২০২৫ সালের কৌশলগত পরিকল্পনা ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে এসএমই খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নেতা ও কর্মীরা একসঙ্গে কাজ করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা এবং আইপিডিসিকে শীর্ষ এসএমই অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কৌশলগত আলোচনার পাশাপাশি সম্মেলনে টিমওয়ার্ক ও কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য ইন্টারঅ্যাকটিভ এক্সারসাইজ, মজার কার্যক্রম ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, এসএমই ফ্লাই হাই ক্যাম্পেইন রিওয়ার্ডস অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।

সম্মেলনে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা অংশ নেন। তারা কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি নেতৃত্বের মূল্যবোধ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এসএমই খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। আইপিডিসি সবসময় ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা ও ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই সামিট শুধু ২০২৫ সালের কৌশল নির্ধারণই নয়, বরং আমাদের নতুন লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা জোগাবে।”

আইপিডিসি এসএমই সামিট ২০২৫ আইপিডিসির এসএমই-কে ক্ষমতায়ন, উদ্ভাবন ও দলীয় কাজের প্রতি প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছে। এ সম্মেলনের কৌশলগত ধারণা এবং একাত্মতা দলের সদস্যদের ২০২৫ এবং তার পরবর্তী সময়ে বড় সাফল্য অর্জনে সাহায্য করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...