কর্পোরেট ডেস্ক : আরবীয় ঐতিহ্যের অপূর্ব মহিমা ও আধুনিকতার নিখুঁত সমন্বয়ে, Al Majlis Arabian Restaurant হয়ে উঠবে স্বাদের এক নতুন গন্তব্য। প্রামাণিক রন্ধনশৈলী, সর্বোচ্চ মানের উপকরণ, এবং মনোমুগ্ধকর পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই আরবীয় রেস্টুরেন্ট, অতিথিদের উপহার দেবে এক অসাধারণ ভোজ্য অভিজ্ঞতা।
আল মাজলিস অ্যারাবিয়ান রেস্টুরেন্ট-এর লক্ষ্য খাঁটি আরবীয় খাবারের অভিজ্ঞতা প্রদান করে, আরব উপদ্বীপের সমৃদ্ধ রন্ধনশৈলী ও স্বাদকে উদযাপন করা। সর্বোচ্চ মানের উপকরণ, আরবীয় শেইফ দ্বারা রন্ধনকার্য ও ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি ব্যবহার করে, অতিথিদের জন্য এক উষ্ণ ও মনোরম পরিবেশ তৈরি করা। অসাধারণ সেবার পাশাপাশি, সকল অর্গানিক খাবার প্রদানের মাধ্যমে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলাই তাদের মিশন।
এরই প্রতিশ্রুতিতে সম্প্রতি রাজধানীর অভিজাত গুলশান ২-এ Al Majlis Arabian Restaurant তার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এক নতুন স্বাদের অধ্যায় সূচনা করেছে।
এই উদ্বোধনী আয়োজনকে সম্মানিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কূটনীতিকগণ ও প্রতিনিধি বৃন্দ; সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জনাব আবদুল্লাহ আলী আল হামুদি, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রমাদান, লিবিয়ার রাষ্ট্রদূত জনাব আব্দুল মুতালিব এস এম সুলিমান, ইরাকের কেয়ারিং এম্বাসির প্রতিনিধি ড. উইসাম হোসাইন আলী, মরক্কোর প্রতিনিধি, কাতারের সহকারী সচিব খালেদ, ওমানের প্রতিনিধি জনাব আব্দুল আজিজ আস সোলামানি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি ও থাইল্যান্ডের কূটনৈতিক অতিথিরা, উরুগুয়ের কনসুল অফিস ওরিয়েন্টাল প্রতিনিধি, এবং বাংলাদেশি ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Al Majlis Arabian Restaurant-এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ঈশান বলেন, “আমরা আরবীয় খাবারের শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত হতে চাই, যেখানে গুণমান, স্বকীয়তা এবং অনন্য ডাইনিং অভিজ্ঞতার প্রতি আমাদের অঙ্গীকার বিশ্বব্যাপী সমাদৃত হবে। আমাদের লক্ষ্য হলো বৈশ্বিক পরিসরে বিস্তৃতি লাভ করা, আরবীয় সংস্কৃতি, অর্গানিক খাবার ও আতিথেয়তার অনন্য স্বাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এবং অঞ্চলটির ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করা।”
এই বিশেষ সন্ধ্যায় অংশগ্রহণ করে এক অনন্য ভোজন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অনেকেই, যেখানে প্রতিটি মুহূর্তে তারা পেয়েছেন স্বাদ, সৌন্দর্য ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন।