পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ১৫ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৫০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ২৮ টাকা ১০ পয়সা।
আর এ তালিকায় তৃতীয়স্থানে অবস্থান করা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ১২ টাকা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি মূল্য -আরএসআরএম স্টিলের ১২ টাকা ৪০ পয়সা, সাফকো স্পিনিংয়ের ১১ টাকা ৮০ পয়সা, শাইনপুকুর সিরামিকসের ১৭ টাকা ৭০ পয়সা, সন্ধানী ইন্স্যুরেন্সের ২৩ টাকা ৬০ পয়সা, ইউসিবির ১০ টাকা ৭০ পয়সা, সী-পার্লের ৩৭ টাকা ৩০ পয়সা এবং পেনিনসুলা চিটাগংয়ের ১৩ টাকা ৬০ পয়সা।