পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৬৮ টাকা ২০ পয়সা গত সপ্তাহে যা ছিল ৭৫ টাকা ৪০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ২১ টাকা ১০ পয়সা গত সপ্তাহে যা ছিল ২৩ টাকা।
আর এ তালিকায় তৃতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৮ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ১০২ টাকা ৬০ পয়সা গত সপ্তাহে যা ছিল ১১১ টাকা ৬০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারের দর কমেছে- শার্প ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫ দশমিক ৯৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫ দশমিক ৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৩১ শতাংশ, গ্রামীণফোনের ৫ দশামক ০৬ শতাংশ এবং ওয়েস্টার্ণ মেরিন শিপ ইয়ার্ডয়ের ৪ দশমিক ৮১ শতাংশ শেয়ারদর কমেছে।