পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে কোম্পানি সচিব (বর্তমান দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সজেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ব্যাংকটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট নিজাম কাজী (বর্তমান দায়িত্ব)। গত ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০২৩ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা যা ২০২২ সালে ছিল ২.৮১ টাকা, ২০২১ সালে ছিল ৩.৩৬ টাকা, ২০২০ সালে ছিল ২.৯৩ টাকা ও ২০১৯ সালে ছিল ২.৪০ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২১.৭৪ টাকা যা ২০২২ সালে ছিল ২১.৩০ টাকা, ২০২১ সালে ছিল ২০.৪২ টাকা, ২০২০ সালে ছিল ১৮.৯১ টাকা ও ২০১৯ সালে ছিল ১৭.৮৭ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৫ শতাংশন ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে যা ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ স্টক, ২০২১ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০১৯ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।