January 14, 2026 - 9:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)‌ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে শাহজাদপুর চৌকি আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শাহজাদপুর চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানি তা নামঞ্জুর করে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মো: আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)। আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।’ আদালত তা নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমোতি প্রদান করেন।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুর ও বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শাহজাদপুর থানা পুলিশ গত ১১ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে তাদের শাহজাদপুর আমলী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি চয়ন ইসলামের ১০দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন রিমান্ড শুনানি না করে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী এদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমোতি প্রদান করেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিন রিমান্ড শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক এমপি চয়ন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের অধিবাসি প্রফেসর ড. মাজহারুল ইসলামের ছেলে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...