পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে ১.১৫ টাকা। গত বছরের একই সময় লোকশান ছিল .২০ টাকা।
তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে -১.০৮ টাকা যা আগের হিসাব বছরে একই সময় ছিল -.১১ টাকা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট ইউনিট মূল্য (এনইউভি) দাড়িয়েছে ২ টাকা ৭৮ পয়সা যা ৩০ জুন, ২০২৪ সালে ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১.০৮ টাকা যা ২০২৩ সালে ছিল .১৩ টাকা, ২০২২ সালে ছিল -১.২৮ টাকা, ২০২১ সালে ছিল -২.৫২ টাকা ও ২০২০ সালে ছিল -৩.৩৯ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩.৯৬ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.১০ টাকা, ২০২২ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২১ সালে ছিল ৬.২৫ টাকা ও ২০২০ সালে ছিল ৮.৭৮ টাকা।