মাহিদুল ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২২ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় ২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানির পরিচালকদের নির্বাচন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পুনর্নিযুক্ত করা, ২০২৫ সালের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা, দুটি ৪.৩ মেগাওয়াট জেনারেটর কেনার জন্য অর্থায়নের জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি থেকে ৩৯৩ মিলিয়ন টাকার আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের ঋণ সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ১২.৫ শতাংশ, ২০২০ সালে ১০ নগদ শতাংশ ও ২০১৯ সালে ১৫ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৩ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা যা ২০২২ সালে ছিল ১.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২.১২ টাকা, ২০২০ সালে ছিল .৭৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৭৬ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৮.২৯ টাকা যা ২০২২ সালে ছিল ১৭.৮৫ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৫৩ টাকা, ২০২০ সালে ছিল ১৬.৪১ টাকা ও ২০১৯ সালে ছিল ১৭.১৮ টাকা।