পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২১ কোটি ৩৫ লক্ষ ৫ হাজার ৬৮৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.১০ পয়েন্ট কমে ৫২৫৩.৭৯ ডিএস-৩০ মূল্য সূচক ৪.১৮ পয়েন্ট কমে ১৯২৬.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৩৪ পয়েন্ট কমে ১১৭৩.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: আইএফআইসি, ফু-ওয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ইন্সুঃ মিউচ্যুয়াল ফান্ড, তৌফিকা ফুড, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং ও বীচ্ হ্যাচারী।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিপিএমএল, এসআলম কোল্ড, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি, রিলায়েন্স ইন্সুঃ মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি, লিগেসী ফুটওয়্যার, সেলভো কেমিক্যাল ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক জি.এফ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, এসআইবিএল, জিআইবি, এনবিএল, ইবিএল ১ম মি. ফা., পদ্মা লাইফ ইন্সুঃ, মাইডাস ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, তসরীফা ইন্ডাঃ ও সিলভা ফার্মা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৭৯৯৮৫৮৯৯৫২.০০।