পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ক্যাটাগরিতে লেনদেন করবে।
এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২০২২ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। গত ৩ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২৩ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা যা ২০২৩ সালে ছিল ২.৪১ টাকা, ২০২২ সালে ছিল ৩.২৫ টাকা ও ২০২১ সালে ছিল ২.৫০ টাকা।
কোম্পানির গত ৪ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩৩.৯৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৩২.১২ টাকা, ২০২২ সালে ছিল ৩৮.৮৪ টাকা ও ২০২১ সালে ছিল ৩১.৪৯ টাকা।