পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে এএএ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ত্রেডিট রেটিংস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৩ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৫ টাকা যা ২০২২ সালে ছিল ২.৭২ টাকা, ২০২১ সালে ছিল ২.৮৩ টাকা, ২০২০ সালে ছিল ৪.৫৮ টাকা ও ২০১৯ সালে ছিল ২.৯২ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২৫.৮৭ টাকা যা ২০২২ সালে ছিল ২৪.৩১ টাকা, ২০২১ সালে ছিল ২২.৮০ টাকা, ২০২০ সালে ছিল ২০.৯৮ টাকা ও ২০১৯ সালে ছিল ২৪.৪২ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৭ শতাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে, ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ১০ শতাংশ, ২০২০ সালে ১০ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে।