পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৭৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার সারাদিন কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর ওঠানামা করেছে ১২.৫ টাকা থেকে ১৩.৪ টাকার মধ্যেই। গতকালের সমাপনি দর ছিল ১২.২ টাকা আজকের ওপেনিং দর ছিল ১২.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৩.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৮.৬ টাকা থেকে ২২.৩ টাকার মধ্যে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২৮.৫ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৮.৫ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৮.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩১.৩ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২.৫ টাকা থেকে ৭৩ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে দেশবন্ধু পলিমার লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৯ টাকা থেকে ২১.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৯.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৯.২ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২১.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৪ টাকা থেকে ৪২ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৩.৮ টাকা, এস আলম কোল্ড রোলসের ১৮.৫ টাকা, ইসলামিক ফাইন্যান্সের ১১.৭ টাকা, শাইনপুকুর সিরামিকের ১৭.৬ টাকা, মোজাফ্ফর স্পিনিংয়ের ১৫.৯ টাকা, জাহিন স্পিনিংয়ের ৮.৭ টাকা ও কপারটেক ইন্ডাস্ট্রিজের ২১.৬ টাকা।