পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২০ কোটি ৬৩ লক্ষ ৫৪ হাজার ৩৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৭ কোটি ৫৭ লাখ ৬২ হাজার ৯৬২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৪.০০ পয়েন্ট বেড়ে ৫২২৪.৩৭ ডিএস-৩০ মূল্য সূচক ১১.১৬ পয়েন্ট বেড়ে ১৯২১.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১৯ পয়েন্ট বেড়ে ১১৬৬.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, রবি আজিয়াটা, সানলাইফ ইন্সুঃ, শাইনপুকুর সিরামিকস, বিডি থাই, মিডল্যান্ড ব্যাংক ও সিটি ব্যাংক।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., সন্ধানী ইন্সুঃ, শাইনপুকুর সিরামিকস, বিপিপিএল, বারাকা পাওয়ার, ফু-ওয়াং ফুড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেঃ ফা., বিডি থাই ফুড ও বিবিএস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এটলাস বাংলা, রিংসাইন, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., নিউ লাইন ক্লোথিং, কেপিপিএল, হামি ইন্ডাঃ, ইন্দো-বাংলা ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, জেনারেশন নেক্সট ও এমারেল্ড অয়েল।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৯৬০৪৯৭০৭৩৭২৯.০০।