পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ১৮ কোটি ৯০ লক্ষ ৪২ হাজার ৯৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৫ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ৯২৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭.৯৩ পয়েন্ট বেড়ে ৫২০০.৩৭ ডিএস-৩০ মূল্য সূচক ৩.১৮ পয়েন্ট কমে ১৯০৯.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৯৯ পয়েন্ট বেড়ে ১১৬২.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, সানলাইফ ইন্সুঃ, বিএটিবিসি, ফু-ওয়াং ফুড, রবি এক্সিয়াটা, অগ্নি সিস্টেম, ফু-ওয়াং সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক ও মুন্নু ফেব্র্ক্সি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফু-ওয়াং ফুড, এস আলম কোল্ড, গোল্ডেন হারভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং, ফু-ওয়াং সিরামিকস, দেশবন্ধু পলিমার, সিলকো ফার্মা ও ডমিনেজ স্টিল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, আইসিবি এমপ্লয়ী প্রভিডেন্ড ফান্ড ১, স্কীম-১, ফার্স্ট ফাইন্যান্স, ইপিজিএল, ভিএফএস থ্রেড ডাইয়িং, আইএফআইসি ব্যাংক ১ম মি.ফা., তুংহাই নিটিং, আনলিমা ইয়ার্ন, ইস্কয়ার নিটিং ও প্রভাতী ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৫১৯১৫৭৯৬৭১৬.০০।