পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২.৬ টাকা থেকে ২৫.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৫.১ টাকা এবং সমাপনি দর ২৫.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৩ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩ টাকা থেকে ৩৬.১ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪.৭ টাকা থেকে ৫.১ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৫ টাকা আজকের ওপেনিং দর ছিল ৪.৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৪.৭ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪.৭ টাকা থেকে ৭.২ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ২০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৩.৩ টাকা থেকে ৩.৫ টাকার মধ্যে। গতকালের শেয়ারটির সমাপনি দর ছিল ৩.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ৫.৩ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল – এনার্জিপ্যাক পাওয়ারের ২১.১ টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮.৫ টাকা, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ টাকা, তুংহাই নিটিংয়ের ৩.১ টাকা, আনলিমা ইয়ার্নয়ের ২৩.১ টাকা, এস্কয়ার নিটের ২৩.৮ টাকাএবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২ টাকা।