পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৫ কোটি ৯১ লক্ষ ৮৪ হাজার ৪৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৭৯৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৭৬ পয়েন্ট কমে ৫১৯২.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ৯.৩৫ পয়েন্ট কমে ১৯১৩.০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৩০ পয়েন্ট কমে ১১৫৭.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, তওফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন, জিপি, রবি এক্সিয়াটা, বিএটিবিসি, অগ্নি সিস্টেম, সানলাইফ ইন্সুঃ, এনআরবি ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইনটেক লিঃ, শাইনপুকুর সিরামিকস, ইবিএল ১ম মি.ফা., এস আলম কোল্ড, ইপিজিএল, গোল্ডেন হারভেস্ট, সিমটেক্স, আলিফ ম্যানুঃ, তসরীফা ইন্ডাঃ ও আমার ফীডস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., নিউলাইন ক্লোথিং, জেনারেশন নেক্সট, আরামিট লিঃ, নূরানী ডাইয়িং, ফনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্স, পূরবী জেনারেল ইন্সুঃ ও মেট্রো স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৮৩৪২৪৯৫৩০২.০০।