পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৪.৯ টাকা থেকে ২৭.৭ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৭.৭ টাকা এবং সমাপনি দর ২৫.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৭.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩ টাকা থেকে ৩৬.১ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩.১ টাকা থেকে ৩.৪ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩.৪ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩.৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২.৯ টাকা থেকে ৫ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৭০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১১.১ টাকা থেকে ১১.৯ টাকার মধ্যে। গতকালের শেয়ারটির সমাপনি দর ছিল ১১.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১১.৯ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১১.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৬.৩ টাকা থেকে ৫০.৫ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- জেনারেশন নেক্সটের ৩.৪ টাকা, আরামিট লিমিটেডের ১৬০.৬ টাকা, নূরানী ডাইংয়ের ৪.১ টাকা, ফনিক্স ফাইন্যান্সের ৪.১ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৪.৩ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৮.৩ টাকা এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ১৩.১ টাকা।