পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২২ কোটি ৫ লক্ষ ৭৬ হাজার ৫৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৯ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৭০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৩৩ পয়েন্ট কমে ৫২০৩.২০ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯০ পয়েন্ট কমে ১৯২২.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪১ পয়েন্ট কমে ১১৬০.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: রবি এক্সিয়াটা, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্সুঃ, পেপার প্রসেসিং, জিপি, আরডি ফুড, বিএসসি, বিএটিবিসি, বীচ্ হ্যাচারী ও মিডল্যান্ড ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এস আলম কোল্ড, সানলাইফ ইন্সুঃ, সোনারগাও টেক্সটাইল, আরডি ফুড, ইস্কয়ার নিটিং, ইবিএল ১ম মি.ফা., ই-জেনারেশন, গোল্ডেন হারভেস্ট, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড ও ফার কেমিক্যাল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হাক্কানি পাল্প, আরএকে সিরামিকস, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডাইয়িং, রিংসাইন, আলিফ ম্যান্যুঃ, পিপলস লিজিং, মিরাকেল ইন্ডাঃ, পেপার প্রসেসিং ও সোনালি পেপার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৭৫৯৪৭৬৬৪০৪.০০।