পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক ও গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২.৪২ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.১১ টাকা, ২০২২ সালে ছিল ৩৩.১০ টাকা, ২০২১ সালে ছিল ২৭.৭২ টাকা ও ২০২০ সালে ছিল ৬০.৪৮ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১০৬.৮৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৯৯.৩৩ টাকা, ২০২২ সালে ছিল ৭৬.২৭ টাকা, ২০২১ সালে ছিল ৬৮.১৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৮৮.৮৯ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩০০ শতাংশ, ২০২৩ সালে নগদ ১০০ শতাংশ, ২০২২ সালে নগদ ২০০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৭৫ শতাংশ ও ২০২০ সালে ৬০০ শতাংম নগদ ও ২০০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।