পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেনডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৯টি কোম্পানির ১৬ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৩২৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৭০ পয়েন্ট কমে ৫১৯৮.৭৮ ডিএস-৩০ মূল্য সূচক ২.৫৩ পয়েন্ট বেড়ে ১৯২১.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট কমে ১১৫৩.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: রবি এক্সিয়াটা, ব্র্যাক ব্যাংক, জিপি, বিডি কম, বিএসসি, সোনালি পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন, মেঘনা পেট্রোলিয়াম ও খুলনা প্রিন্টিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি কম, এস আলম কোল্ড, জিকিউ বলপেন, তসরীফা ইন্ডাঃ, গোল্ডেন সন্স, সোনালি পেপার, পেপার প্রসেসিং, ইনটেক লিঃ, মেঘনা সিমেন্ট ও হাক্কানি পাল্প।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নিউ লাইন ক্লথিং, খুলনা প্রিন্টিং, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডাইয়িং, বিবিএস, কাট্টালি টেক্স, প্রাইম টেক্স, বে-লিজিং, তাল্লু স্পিনিং ও ফনিক্স ফাইন্যান্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯০৬৬০১৩১৭৪৯৩.০০০।