পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৯ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ৫৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১৯ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৪১৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.৭৭ পয়েন্ট বেড়ে ৫১৯২.০৫ ডিএস-৩০ মূল্য সূচক ১.৮৪ পয়েন্ট বেড়ে ১৯১৪.০৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫০ পয়েন্ট বেড়ে ১১৫২.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: পূবালী ব্যাংক, সোনালি পেপার, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, বীচ হ্যাচারী, বেস্ট হোল্ডিং ও আল-হাজ¦টেক্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমএল ডাইয়িং, সামিট পাওয়ার, আল-হাজ¦টেক্স, মীর আখতার, তসরীফা ইন্ডাঃ, রানার অটো, হাক্কানি পাল্প, ন্যাশনাল পলিমার, ট্রাস্ট ইসলামি লাইফ ও নাহী অ্যালুমিনিয়াম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পেপার প্রসেসিং, রেনউইক যজ্ঞেশ^র, সেন্ট্রাল ফার্মা, জিলবাংলা সুগার, পিএলএফএসএল, মেঘনা সিমেন্ট, গ্লোবাল হেভী, অলটেক্স ইন্ডাঃ, হামি ইন্ডাঃ ও বিডি থাই।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৪০৪২৭০১০২৬৭.০০।