পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানির ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করবেন।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৯ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৯০ লাখ।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৭ দশমিক ৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে দশমিক ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪২ দশমিক ৬৩ শতাংশ শতাংশ শেয়ার।