পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার কাছে থাকা ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তিনি তার মেয়ে রোশমি রুহির কাছে ৬০ লাখ ৬০ হাজার এবং তার স্ত্রী ফাহিমা হুসনার কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।
এর আগে, গত ২২ জানুয়ারি উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।
পর্যবেক্ষণে দেখা যায় , কোম্পানির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৯ দশমিক ০৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে দশমিক ৫২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে দশমিক ০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০ দশমিক ৩২ শতাংশ শেয়ার।