পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ১৬ কোটি ২৬ লক্ষ ৫৫ হাজার ৫৯১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২০ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৭৭৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৪০ পয়েন্ট বেড়ে ৫১৭৪.২৮ ডিএস-৩০ মূল্য সূচক ০.৩৯ পয়েন্ট বেড়ে ১৯১২.২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৬ পয়েন্ট বেড়ে ১১৪৯.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ হ্যাচারী, বিডি থাই, খান ব্রাদার্স পিপি, ইএইচএল, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, এশিয়াটিক ল্যাব, আরডি ফুড, মালেক স্পিনিং ও ইপিজিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনালি পেপার, পেপার প্রসেসিং, আল-হাজ¦টেক্স, পাওয়ার গ্রীড, ইনটেক ইন্ডাঃ, ইপিজিএল, কাট্টালি টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আমান ফীড ও বিডি অটোকারস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইসিবি সোনালি ব্যাংক ১ম মি. ফা., ইআইএল, পদ্মা লাইফ ইন্সুঃ, এফএএস ফাইন্যান্স, ক্রিস্টাল ইন্সুঃ, নূরানী ডাইয়িং, হামি ইন্ডাঃ, আলিফ ম্যানুঃ, ইউনিয়ন ব্যাংক ও জিএসপি ফাইন্যান্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮২৫৫৭৩১৩৬৩৮৪.০০।