পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো মধ্যে- নাভানা ফার্মাসিউটিক্যাল পিএলসি সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীর জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দিয়েছে ১ শতাংশ নগদ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দিয়েছে ১ শতাংশ নগদ, আমান কটন ফাইবার্স লিমিটেড দিয়েছে ১০ শতাংশ নগদ, আমান ফীড লিমিটেড দিয়েছে ১০ শতাংশ নগদ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড দিয়েছে ৩ শতাংশ নগদ, শাইনপুকুর সিরামিক্স লিমিটেড ২ শতাংশ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
জানা গেছে, ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে জন্য কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।