পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, আলোচ্য বছরে ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকরেীদের জন্য .২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে .১০ শতাংশ নগদ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটি ২০২১ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে বিদ্যমান রয়েছে। কোম্পানিটির অনুমোদিত মুলধনের পরিমান ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধনের পরিমান ১৩৫ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১৩ কোটি ৫০ লাখ।