নিজস্ব প্রতিবেদক: আফরোজা খান রিতাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলার আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে তারা দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে।
মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন – সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুর রহমান মিঠু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক আউয়াল শরীফ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ. বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ধল্লা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, বিপ্লব দেওয়ান, রিপন উদ্দিন, কৃষক দলের সভাপতি মনিরুল ইসলাম মোকা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মোনেম আহমেদ বিপ্লব, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন (ভিপি কামাল), ভিপি জাকির, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান রনি।
উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আফরোজা খান রিতাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন – এস এ কবির জিন্নাহ, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভোকেট আফম নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন ও গোলাম আবেদীন কায়সার।