April 14, 2025 - 8:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসীমান্তে বাংলাদেশি হত্যার অভিযোগে ভারতীয়দের বিরুদ্ধে মামলা

সীমান্তে বাংলাদেশি হত্যার অভিযোগে ভারতীয়দের বিরুদ্ধে মামলা

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে জমি নিয়ে বিরোধের জেরে এক বাংলাদেশি যুবককে খুন করার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এওলাছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর জানান।

নিহত ৪৫ বছর বয়সী আহাদ আলী এওলাছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় আহাদের স্ত্রী জমিরুননেছা বাদী হয়ে রাতেই কুলাউড়া থানায় একটি মামলা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানিয়েছেন।

কর্মদা ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম বলেন, তাদের ইউনিয়নের বড় একটি অংশ সীমান্ত ঘেঁষা। সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে অনেকের জমি রয়েছে। ওইসব জামিতে তারা কৃষি কাজ করে জীবিকা চালান। একইভাবে সীমান্ত এলাকার নো-ম্যান্স ল্যান্ডে ভারতীয় নাগরিকরাও কৃষি কাজ করে।

তিনি বলেন, “এওলাছড়া এলাকার আহাদও নো-ম্যান্স ল্যান্ডে কৃষিকাজ করতেন। তার ওই কৃষি জমি নিয়ে দ্বন্দ্বে ভারতের এক নাগরিক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে আহাদের মৃত্যু হয়।”

এসআই ফরহাদ বলেন, হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

তিনি বলেন, “আহাদ আলীর শ্বশুর বাড়ি ভারতীয় অংশে পড়েছে। সেখানে তার শ্বশুরের জমি রয়েছে। ওই জমির বিরোধ নিয়ে হত্যার মামলার এক নম্বর আসামি হায়দার আলী ও তার গং বাংলাদেশে ঢুকে আহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

“তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

কর্মধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠাং বলছেন, শ্বশুরবাড়ির জমি নিয়ে বিরোধের জেরেই আহাদকে কোপানো হয় বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন। বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে দ্রুত পতাকা বৈঠকে কৈফত চাওয়া হবে।

কর্মধা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহমুদা আক্তার বলেন, “ঘটনাটি আমার এলাকায় হয়েছে। এলাকাবাসীর কাছে শুনেছি, হায়দার আলী নামে এক ভারতীয় নাগরিকের সঙ্গে আহাদের প্রথমে কথা কাটাকাটি হয়।

“পরে হায়দার তাকে কুপিয়ে জখম করে। হায়দারের সঙ্গে আহাদের আত্মীয়তাও রয়েছে বলেও শুনেছি।”

গত সোমবার (২৭ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়, কুলাউড়ায় সীমান্তে ভারতীয় নাগরিক মোঃ হায়দার আলীর ধারালো দা-এর আঘাতে আহাদ আলী (৪৫) নামের এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। নিহত আহাদ আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এ্যাওলাছড়া গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।

গত ২৬ জানুয়ারি দুপুরে বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৪৩/৩৪-এস হতে ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ আলী ও তার ভগ্নিপতি এবং ভারতের উনুকোটি জেলার গজাটিলা থানার পূর্ব ইরানী গ্রামের মৃত ইয়ামির আলীর ছেলে মোঃ হায়দার আলীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় নাগরিক মোঃ হায়দার আলী ধারালো দা দিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ আলীর মাথায় আঘাত করে। পরবর্তীতে বিকেল ৩.৫০ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ আলী মৃত্যুবরণ করে।

ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ আলী ভারতের উনুকোটি জেলার গজাটিলা থানার পূর্ব ইরানী গ্রামের জাবেদ আলীর মেয়ে জমিরুন নেছা (৪৫)-কে বিবাহ করে। অপরদিকে, ভারতের উনুকোটি জেলার গজাটিলা থানার পূর্ব ইরানী গ্রামের মৃত ইয়ামির আলীর ছেলে মোঃ হায়দার আলী মোঃ আহাদ আলীর বোন কুতুবুন নেছা (৪০)-কে বিবাহ করে। সেই সূত্রে আহাদ আলী ও হায়দার আলী পরস্পর পরস্পরের শ্যালক-ভগ্নিপতি।

জানা যায়, সীমান্ত পিলার ১৮৪৩ এর নিকট বাংলাদেশী নাগরিক আহাদ আলীর শশুর জাবেদ আলীর ০৮ বিঘা চাষাবাদের জমি রয়েছে যা মোঃ হায়দার আলীর মাধ্যমে বিভিন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট বর্গা দেয়া হয়। মোঃ আহাদ আলী বর্ণিত ০৮ বিঘা জমি নিজ দখলে নেয়ার জন্য তার ভগ্নিপতি মোঃ হায়দার আলীর সাথে গত ২৬ জানুয়ারি সীমান্ত পিলার ১৮৪৩/৩৪-এস এর নিকট বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার ভগ্নিপতি মোঃ হায়দার আলী ও সংগীয় ০৩/০৪ জন ভারতীয় নাগরিক কর্তৃক (সম্বন্ধী) মোঃ আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতরভাবে আহত হয়। আহত মোঃ আহাদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ, হাসপাতাল, সিলেটে প্রেরণ করা হলে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করে।

এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ২২/২০২৫, ২৭ জানুয়ারি ২০২৫। প্রাথমিক তদন্তে উক্ত হত্যার ঘটনাটি জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক কলহের কারণে সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের নিকট অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মুক্তাগাছায় যুবতীর আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল করায় যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা আক্তার (১৭) নামের এক যুবতীর আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করায় যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশের এসআই(নিঃ)। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,...

এবারের সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার একশ’ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের সব মসজিদে একই সময় (দুপুর ১.৩০ মিনিট) জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রবিবার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের...

জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেসক্ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষ্যে তার...

নির্মাণ উপকরণ বিষয়ে জিপিএইচ ইস্পাত ও পিডব্লিউডির যৌথ গবেষণা প্রকাশ

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪২১তম সভা রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক...

অডিট ফার্মে আইটি এক্সিকিউটিভ ও ম্যানেজার আবশ্যক

দেশের একটি স্বনামধন্য অডিট ফার্মে আইটি বিভাগে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। পদের নাম : আইটি এক্সিকিউটিভ/সিনিয়র আইটি এক্সিকিউটিভ/আইটি ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ...

সোমবার বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই...