পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪–ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ২৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (এপ্রিল’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪৬.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১২২.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১১২.৮২ টাকা, ২০২১ সালে ছিল ৯৮.৬৯ টাকা ও ২০২০ সালে ছিল ৮৪.০১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৬০.৬৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১১৩.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ৮৫.৩৭ টাকা, ২০২১ সালে ছিল ৫১.৯৫ টাকা ও ২০২০ সালে ছিল ৪৪.০৫ টাকা।


