পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড লভ্যাংশ ঘােষণা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৩ পয়সা আগের হিসাব বছরে একই সময় যা ছিল ১৮ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ , ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (.০৬) টাকা যা ২০২৩ সালে ছিল ১.৪৪ টাকা, ২০২২ সালে ছিল ১.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২.১২ টাকা ও ২০২০ সালে ছিল .৭৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৭.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.২৯ টাকা, ২০২২ সালে ছিল ১৭.৮৫ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৫৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৪১ টাকা।


